ওভারব্রিজে রোদ্দুর বৃষ্টিকে স্পর্শ করতেই
হিমোগ্লোবিনের হার্টে শৈবাল ঘুম জাগল।
পরিযায়ী ট্যুর থেকে ফিরে আসা সাইবেরিয়ার বাসা
জানতেই পারল না, এ শহরের আনাচে কানাচে
প্রেম বিদ্ধ হয়েছে দুটি প্রাণ।


যতই অবোধ্য পংক্তি পড়ছ, ততই কাছের হচ্ছো
নদী গ্রীষ্মের জলে।
‘জলের বোতলটা নিয়েছো তো!’


চিবুকে কাব্য ঘ্রাণ মিশতেই,
যোগাযোগ করতে পারো উপস্থাপকের সাথে
বিখ্যাত হবেই।


ব্যর্থ প্রেম ইতিহাসে স্থান পায়, যদিও তোমার আমার চোখ
অন্য কথার উপন্যাসে ব্যস্ত, ঝর্ণাসোহাগে...