রোদেল চুমুর সম্ভাবনা পেরিয়ে গীটার হাতে কাব্য
পরের স্টেশনে প্রথম দেখার স্থানেই আমি নামব।


বিমান গেটে তোমার দেখা, সে তো বয়স কাল
জীবন আসলে না-কবিতায়, প্রেম সুধারই জাল।


বুঝেছি কিছু, খুঁজেছি কিছু, বাকিটা ইতিহাসঋণ
ভালোবাসারা ভেসে চলে ছবিতে, কাট আনসিন।


অনুশীলনের ভালোবাসাতে তুমিও আসছো ফিরে
ছেড়া স্ট্রিংয়ের গন্ধ লেগেছে, প্রথম দেখা ঘিরে।


এক দেখাতেই ভালোবাসা, এক দেখাতেই প্রেম
বাঙালি বলেই ইমোশান্যাল, আববুলিস সেম সেম।


দ্রুত জীবনে স্থির হলে পরেই ফিরবে গন্তব্যভূমি
এক জীবনে বুঝবে কবে, আমারই তুমি...তুমি...