ব্বাবা, প্রতিবাদ করে লিখে দিয়ে কবিতা ফেসবুকে
সুখের লাইকগুলো লাগিয়েছিল খ্যাতিরই হুকে...


এবার কলার উঁচু করে হিমালয় জয়
জীবন আসলে বাংলা ভাষাহীন আত্মপ্রত্যয়...
কতটুকু ভাবি—নিয়ে বাংলা ভাষা
তবু সরকারের বাণী, বস বাণী, হেব্বি প্রত্যাশা।
ভাষার জন্য গবেষণার কাজে কতটা বরাদ্দ
শিক্ষা-খাতে আরেকটু বেশি কমাতে পারত,
তবু ভোট এলে অহিংসায় অসভ্যতা আঁচল
গ্রাস করে নেয় রামায়ণ, মহাভারত,
সবটুকু।
এক ইচ্ছার দুনিয়ায় বাস করা মধ্যবিত্তের হাতে লোন
কানে ফোন, মাথায় ড্রোন, প্লাস টু স্কিন টোন।
মুখে ভুল ইংরেজি বুলি, কোমড়ে মাদুলি।


স্মৃতি বেশি মনে রাখে না
চাড্ডি থেকে হাত, হাতে কাস্তে, কাস্তে কাটে ছিন্নমূল
আরে নতুন আইসক্রিম এনেছে আমুল...


খাও খাও, খেতে খেতে সুইজারল্যান্ডে পৌঁছে যাও
আঙুলে কালি, গণতন্ত্রের মালি, জিওতেই মাতালি


বাস্তব, বসুন্ধরার জন্য একটা গাছও লাগাওনি কবি
অক্সিজেন কিনে খেতে হবে, পানীয় জলের মতো
মাথায় রেখো, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা
পুরোটাই মিথ, আসল সভার নাম প্রকৃতি।


তোমরাও শেষ হবে, আরও পাওয়ার আশায়...