তিস্তার কাছাকাছি কবিতা লেগে আছে শৈশবের।
কবিতার দল,
সে সব উপন্যাস পাঠ করবে বলে
তিষ্ট হয়ে বসেনি, উজ্জ্বল ভবিষ্যতে।
যে যার ভবিষ্যতে
বসে রয়েছে স্ট্যাটাস দেখিয়ে।
ঘুম নেই।
অবসর নেই।
উদযাপন চলছে অর্থের বিরিয়ানি আইসক্রিমে।


মৃত্যুঘ্রাণে এক ধ্রুবতারা
নজর দিচ্ছে রোজ।


রোজ নজর দিচ্ছে,
তবু শিশুরা এসে যখন বলে
এই জায়গাটা বুঝতে পারছি না,
আমি তিস্তাকে দেখতে পাই
কুলুকুলু করে বয়ে চলেছে
কাশবনের মধ্য দিয়ে
চুয়াত্তর বছরের যৌবন চশমায়।