পাথর পাহাড়ের উপর দরজামন।


আমি বোঝাচিন্তা নিয়ে দাঁড়িয়ে।
দূরে তখন ডুয়ার্স, হাতির পাল
চলেছে গরমে জল খেতে, চুপবনে।


পাখি ময়ূর নিজের পেখমে মৌ বেঁধেছে
মূর্তি জল বয়ে চলেছে নিঝুম চাঁদে।
একসময় দাঁড়াই অন্তরীক্ষের মুখোমুখি
দরজামন খুলে যায়। তুমি হাতছানি দিচ্ছ।


এসব ফেলে রেখেই উঁই জীবনের পথে এনজিপি স্টেশন।
নদীআঁচলে কখন জ্যোৎস্না মৌ জন্মেছে
আঁধারের স্থূলতায়, বুঝিনি।