একটা জ্যোতি জেগে উঠছে।
অনেকটা দূরে।
অর্ধ হৃদয় নয়,
জেগে ওঠা কবিতার সে নারী।
আজ জ্যান্ত।
উগ্র।
ছেদ করছে মাথা,
তবু দাঁড়িয়ে আছি,
এগিয়ে আসছে।
দ্রুততার সাথে আসছে।
আমার ভিতরেও বাঘ
জেগে উঠেছে।


সে কালী নয়,
আমিও শিব নই।


বাঘের মতোই দাঁড়িয়ে।


সে আমার ভিতরে মিশতেই
কবিতা জেগে উঠল।
কবিতা।
জীবন কবিতা।


দূরের কল্পনা মিশছে বাস্তবে।
জেগে উঠছ তুমি।
কবিতার চোখ কলমে।