কব্জি ডুবিয়ে অজস্র কবিতা খাওয়ার পরে
আমি বুঝলাম
কবিতা রান্না করা
কবিতা খাওয়া
কবিতা থেকে হাত ধোয়া
সবটুকুই বিলাসিতা।


রাঁধুনি ভাবছে সংসারের চালানোর কথা
পরিবেশন করা ছেলেটা জানে কাল টেস্ট পরীক্ষা
আইসক্রীমদাদা জানে কাল মেয়েকে হাসপাতালে নিয়ে যাবে
পানদাদাসুদূর মোঘোলসরাইয়ে মেয়ের মুখ মনে করছে
ফুচকাদাদা ভাবছে কাল আবার পাড়ার মোড়েই...
আমি ভাবছি কাল আবার অফিস ডিউটি


কব্জি ডুবিয়ে খাওয়ার যে শান্তি চাই
তা কেবল রসগোল্লাই দিতে পারে, জীবন-বালতিতে...