কাজ চলে যাওয়ার পর
গাছের সামনে নদী হয়ে গেলাম।
নৌকো ভেসেছে আগেই
অজান্তেই।
সুরহীন শৈশব দাঁড়িয়ে,
কিং সাহেবের ঘাটে।


কাজ চলে যাওয়ার আগেও
দাঁড়িয়েছিলাম কিং সাহেবের ওখানেই।


কাজটা চলে যাওয়ার মাঝে
আমি তো ভুলিনি
একটা ঘাট ছিল। একটা কিং সাহেবের ঘাট।


কেন ভুলিনি!
মা এখানে আসতেন পুজো দিতে,
শুধু কী মায়ের জন্য?


আমিও তো অন্ধকারে চুমু খেয়েছিলাম
তোমায়, অক্ষরের বৃত্তে...