জলের আস্তরণে ঝাপসা জীবনচোখ
ব্যস্ত পুরাণের পাতায় মহাকাব্যের অনুরোধ
খুঁজে নিচ্ছ সাংকেতিক মন্দিরে আশ্চর্য জীয়নকাঠি।
এটুকু পর্যন্ত বেশ চলছিল আভিধানিক স্রোত
এরপরেই অন্ধকার রাত, অনন্ত সৌন্দর্য
রিপুর অমিলে সুরেলা মাদকতার চিকিৎসালয়।
দুর্ঘটনার সময়কাল মনে রাখেনি জন্মক্ষণ
এখন কেবল মৃত্যুর আদিম হাতছানি
অপেক্ষার ঘড়িতে সময় থমকেছে—ড্রাকুলা।


যে রক্তদান করেছিল সে শিশুটিকেই রক্ত দিতে চাইছে না সাধারণ মানুষ
সবার ধারণা বিষাক্ত অসুখের জন্যই
রাজার পাশে শুয়ে আছে উলঙ্গ শিশুটি।


কাপড়হীন এক সভ্যতা, কেবলই দিন গুনছে শারদীয়ার...