কাঠবেড়ালি চলে গেলো।
আমিও পেরিয়ে এলাম সাগর-জট,
কত মানুষের আন্তরিক আর্তি
মা, মা, মা, আমি যেনো ভালো থাকি
ভালো রাখতে পারি সকলকে।


ঠিকই তো ভালো রাখার জন্যই সভ্যতা,
সব সভ্যতার মৃত্যু হলে ভালোটুকুই থাকে
মৃত্যুর পরে ভালোটুকুই আলোচিত হবে।


কষ্ট আয়ুতে আরতি এক ভ্রান্ত উপলব্ধি
আত্মায় মিশে যাচ্ছে বিসর্জনের আনন্দ,


বোধনের আগে বিসর্জন প্রত্যাশা করে সূর্য
কারণ কাল-ভোরে আবার প্রকাশিত হবে--
কাঠবেড়ালির চঞ্চলতা।