হাঁটছি। হাঁটছে সময়।
লক্ষ, কোটি, আলোকবর্ষ পেরোবে অনন্তকাল।


গ্রহ তারার মতোই
আমার কল্পনার দল
ইচ্ছার ডানা
হাসির মায়াবী অনুপ্রাস
এগিয়ে চলেছে
আজীবনের অন্তরীক্ষে।


ধীরগতিতে ঘুমানোর বিছানায়
এসব দেখি
আর মেহেরআলীকে মনে পড়ে।


আমার সুপ্রভাতের চলায়
কোন এক বন্ধু
নিশ্চয়ই কথা রাখবে।
মানুষ তাকে চিনবে মিতা নামেই...