আসন্নমান ক্লান্ত আজ বৃক্ষরোদনের মাঝে
ভেসে চলি উদয় অস্ত উদ্দীপনার সূর্যাস্তে।
কবিতার উপনিবেশে আলেকজান্দ্রিয় পুরু বন্ধুত্ব জাগে
রাত হয় দিনের আলোয়, জীবনের অনন্ত আগে।
শরীর। মন। সঙ্গম। যৌনতা পেরিয়ে তুমি সাগর
নগরের সভ্যতার মূলে নদী, এটুকুই দ্যাখো,
নদীর কষ্টস্রোত কেবল নারী জানুক।
পুরুষ কেবলই নাম কিনবে, ভালোবাসার ছবির...
আধ্যাত্মিক হতে হয় না, দোয়া লিখেছিলেন কবির।
তুমি বেচে চলো পাইডপাইপারের বই,
বাঙালি বিয়েতে হাতে হাত লাগে, আর লাগে খই।
একদিনের সাহিত্যিক, বড্ড স্লিম এক সিঁড়ি
ঐ যে স্টল বানাচ্ছে, ঝাঁট দিচ্ছে মুখে কেবল হাসি,


আমরা তো খাদ্যমেলায় যাই, ভালোলাগলে কিনি বুক
কবিতার উপনিবেশে—কবিতা লিখবই বাই হুক অউর...