রবীন্দ্রনাথের বই পরিষ্কার করে রাখলাম,
নজরুলের বইও দুদিন আগেই করেছি ঝকঝকে।
ঠিকই রবি নজরুল পড়া হয়নি।
কাজ করি এ বাড়িতে।
রান্না, ডাস্টিং, গার্ডেনিং।


তবু এই বৈশাখে
দাদু রোজ বিকেলে গাইতে বলে গান।
দাদু দিদা একসময় গান গাইত,
দিদার ছবির দিকে দাদু তাকিয়ে থাকে।


মৃত্যুর পরেই আসল ভালোবাসা শুরু হয়।