আজ একজনের বাড়িতে এসেছি।
সে আমায় জল মিষ্টি দিল।
কিন্তু আমি প্রণাম করলাম না।
কেন করলাম না, তার ইতিহাস বহুজন্ম পরে লিখব।
এটুকুই বলি
সকলে মানুষ হওয়ার চেষ্টা করে,
মিষ্টি জল দেয়। হাসি মুখে কথা বলে।
একবার তাকে বলুন—‘তুমি সেই উলঙ্গ রাজা’
যদি সে হাসে, জানবেন সে প্রণম্য
আর যদি কাঁদে, বুঝবেন, অবতার।


কেউ কেউ মানুষ হয়, এই প্রকৃতির অন্তজে...