শিশু জন্মানোর আরোহণে মা স্বপ্ন দেখেছিল।
সেই ক্লান্ত আকাশ বেয়ে শিকড়ঘন কুয়াশা
জন্ম দিয়েছিল দৈত্য বাগানের স্নিগ্ধ শিশির চোখ,
ভুলেছিল একদিন অন্ধকার রামধনু – সে সব ঠোঁট।
ঠোঁট শিশুই উলঙ্গ রাজা থুড়ি রানিকে বলছে কানে কানে
তুমি আত্মবিশ্বাস নিয়ে পাগলি হয়ে ওঠো, জ্যান্তমন্ত্রে।


চৈতন্যের মতো তুমিও জ্যোতি উদ্ভাসিত আকাশে
এক সখি। ভূগোল না জানা অ্যান্টনি ফিরিঙ্গি যেমন
কেঁদেছিল দগ্ধ স্ত্রীয়ের জন্য...পরকীয়া ধর্ম এমনই হয়
পুজো পার্বণ ভুলিয়ে শুধু কাঁদতে শেখায়
যখন তুমি আর ফোন করে বলো না – খেয়েছো...