হেমন্তের ধানে মেঠো প্রেম আলগোছে,
তুমিও আকাশের আঁচলে মেলেছো চুল।
বৃষ্টি-পুজোর গন্ধ এখনও লেগে আঁচিলে...
মন পকেটে লুকিয়ে রাখছি আদি-কাব্য
এই তো এখনই পার্কস্ট্রীটে নামবো, অপেক্ষা...


অপেক্ষার রিসাইকেল হলেই চাপ আসে।


রূপকথার খাওয়া আপেল বড্ড দামী এখন
ভালোলাগার ছন্দরা কেমন যেন ফেরারী
তুমি শুনছো – মা ডাক...
সংসার, উফ বাব্বা – মাথায় থাক, স্মৃতিতে জাগ।


ধুর শালা খিল্লি জীবন, নাটক নয়, বিষ
মাথাইনষ্ট কেষ্টা, রাধাকে দেখেই দেয় শিস
নিজের গিন্নিকে ফিস ফিস ফিস


পরবর্তী স্টেশন পার্কস্ট্রীট, প্ল্যাটফর্ম বাঁদিকে
জীবন তো প্রোটোজোয়া, ঘাসপ্রেম টু ফিঁকে...