বড্ড লাল আমাদের চারপাশ, আমাদের অরণ্য
এসো গাছ, জল ছেড়ে মায়াকে খুঁজি, পানি সভ্যতায়।
ফুজিয়ামার সেই মেয়েটি আমার আঁচলে
হারিয়েছে আদিমতাকে স্পর্শ করে,
অস্তাচলের গ্রহ নির্মাণে। আঁতেল হয়ে যাওয়া নিরুদ্দিষ্টে...


হেঁটে চলা পঁয়ত্রিশ বছরের কারসাজিতে
লুকিয়ে রাখা চোখ, ঠোঁট, মুখ
লতা গাছের আদল তৈরি করছে বৃক্ষের নিচে।
ছায়া নয়, রৌদ্র চাইছে পরের কাব্যগ্রন্থ,
নামকরণের মৃত্যু শোক লেগে আছে বাস্তিল দূর্গে।


আধুনিক গান গেয়ে উঠতেই নাবিক বলে উঠল
ঐ তো রোজ় আসছে। এবার টাইটানিক জমে উঠবে...


নতুন পর্বে জ্যাক বড্ড আনরোমান্টিক, ঠিক আমার স্বামীর মতো...