শুকিয়েছে জল, সম্বল
সংকল্পের নেই কোন দাম, আনজাম
রুগ্ন চাষ-গাছ, গরম আঁচ
স্পর্শ করছে, দেহ-মন-সবটুকু। হাহাকার।
পরিস্থিতির আকার, ছুঁয়েছে
মাটি, স্পর্শ করেছে অহংকার,
ভালো লাগে না, সবুজ...
চাই কেন শিল্প। গল্প। অনেক টাকা
বেঁচে থাকার প্রলোভন।


খরা মাঠ। কান্না আর মৃত্যু, অমৃত নেই গরলে
কে মাটি দেবে, পোড়াবে এই ব্যস্ত গ্রাম-শহরে।
খরা মন। নেই প্রিয় জন। নোংরা লেগেছে ঠোঁট
বুকে
আলজিভে
চিবুকে


অন্ধকারে মাইলের পর মাইল হাঁটছি।
গ্যালন গ্যালন জল, চাইছি।
দরকার বড়ই দরকার। নষ্ট করো না।
এ গঙ্গাও শুকিয়ে যেতে পারে, অনাহারে
শেষ হয়ে যাবে বিশ্ব সংসার।
অন্ধকার। প্রকৃতিহীন। প্রাচীন। বড্ড ক্লিশে মানুষের দল
দল হীন আমার বুক, খরাকেই করেছে সম্বল।


তবু বীজ
সজীব
আমি রয়েছি বেঁচে, নেচে, মিছে
একদিন অরণ্য তৈরি হবে তোমার চোখে
মুখে
ভালোবাসাাাা...
ফিরবে তুমি এ বুকে, সুখে, অসুখে
প্রেমের অসুখে প্রকৃতির ছায়ায়, মায়ায়
অবুঝ কবিতার দেশে
গান গাইবো, নাইবো, চাইবো
এদেশী-বাঙাল ভুলে
বলব কথা। ভালোবাসার। বাংলা ভাষার।


খরা মন, আমায় ভাসিয়ে দাও প্লাবনে, যাপনে, আপনে
বড্ড জীবন চাইছে বাঁচতে।


আমার মা-কে বাঁচতে দাও, তরুণের দল বাঁচতে দাও
সংকল্পের হাওয়ায় গরীবদের বাঁচতে দাও।


গাছ চাই। গাছ চাই। গাছ চাই।
নাই বা হলো টাকা, শিল্প, উন্নতি। প্রগতি। গতিহীন অরণ্যে
সবুজ জেগে ওঠে। পাতায়। বৃষ্টিতে।


বুক পকেটের অরণ্যে জীবন আছে।
নোংরা গায়ের খরায় সে সব খুঁজেও পাবে না, চাইবে না...


গাছ লাগাও। গাছ বাঁচাও। গাছ লাগাচ্ছি। গাছেই বাঁচি।