রাজনৈতিক মেঘে কাস্তের দল
যৌবনেরই রেড ভলেন্টিয়ার হয়ে ওঠে।


পচা অন্ত্যমিলে পান্ডুলিপিরা ঠান্ডা হচ্ছে শরীরঘ্রাণে,
রাগ জন্মাচ্ছে আশা আলোয়,
পাগল করা চাঁদের পাহাড় জানে
ইনসাল্লাহ আহ্বানে বেলপাতা ও যীশুর কান্না।
লাদাখের বারুদে শহীদের হাসি
আর গ্রামের আল পথে আউশ ধান, পড়ন্ত বিকেল।


বাঘ বিধবার মতোই
দেশদ্রোহী টপকে যাচ্ছে খুঁটি
মসনদের রাজনীতি কেবল জানে কেবল রক্ত ও গুটি।


লে এর মাইনাস তিরিশ
কেবলই ব্যালেন্সশীটের মতো
দমিয়ে রেখেছি মধ্যম-গ্রাম
কবিতা হওয়ার চিৎকার ক্ষত।


ফিরব কলকাতা, বাংলা মাটিতে বুনব চারা
আসবে হাত মেলাতে, ব্যর্থ বলেছিল যারা।


কিছু কান্নাকে হাসি উপহার দেব বলেই জন্ম
বাউল হয়ে ফেরি করব ট্রেনে কবিতার আনন্দ...