কিছু ভুল সুরের অববাহিকায়
এসো জ্যান্ত মানুষ হয়ে উঠি সূর্যহাসিতে
কলরব, পাখি গন্ধ মিশছে পলাশ পকেটে
তুমি ব্যস্ত হয়ে উঠছো নতুন আলোচনায়
ড্যামের হাওয়াস্রোতে সেই স্কুলকথার লাস্য প্রেমিক চোখ
কিছু না ভোলা নাচের অলংকার
আর
প্রথম স্পর্শ স্বপ্ন


পেরিয়ে আসছি ল্যাংচা স্মৃতি আর তোমার বর্ধমান
তুমি ওখানেই থাকো আজও
বন্য, লাবণ্য
অন্য পলাশ সিঁদুরে...