“উই শাল ওভার কাম” বাক্যটি তিনবার বলতেই
তুমি বলে উঠলে, ‘রোজগারে মন দাও, কেউ দেখবে না।
আমার হাতে ব্যথা, যাও বাসনটা মেজে দাও।’
ম্যান্ডোলিনটা নামিয়ে অজ্ঞতা...


বুঝতে পারলাম শোভনীয় সব কিছুতো মেলে না—
ভালোবাসা বদলে বদলে যায়।
এই যেমন তোমার ভেজা চুল, রোদেলা দুপুর
ধুর ধুর যাক সে সব প্রহেলিকা...


আচারের বোয়েম দেখলেই ঠাকুমার কথা মনে আসে।
ডাকনাম ধরে ডাকার মানুষজন এখন ছবি
তবু আমার মন কেন জানি না মন-মন করছে।


অন্ত্যমিল বা গদ্য কবিতা তো তোমরা লিখবে,
আমি লিখছি একাকিত্ব...