মৃত্যুকে হত্যা করেছি শখের বারান্দায়
রডোডেনড্রন সাজিয়েছি বুকে
আসক্তির পাহাড়ে খাসনবিস লেগে
এখন হেঁটে চলি  নদী স্পর্শের ইচ্ছা নিয়ে।


সময় কমছে বই প্রকাশের
আবেগ জমছে নাতিদীর্ঘ,
বারবার শিখে নিতে চাইছি মরণ
কতটুকু সুখ দ্যায়
কর্কটক্রান্তির মোহনায়,


জীবন উৎসব তো ইচ্ছানদী
বিষ জমিয়েছে চাঁদ অমাবস্যার রুটিতে


এসো আজ সামিয়ানায় মাতি পরদেশী
এ আকাশ তোমার নাভীপদ্ম নয়


স্বপ্ন সাজে রাঙামাটিতে তিলক রক্ত
আর অস্ত্র ঘ্রাণের নবান্ন লেগে কবিতাগঞ্জে...