পুকুরের ছায়া, তিনটে ফিঙের দৌরাত্ম্য
ডেকে যাওয়া শালিক ঘ্রাণ
বিস্তৃত পিচের রাস্তা
এসব গুনতে গুনতে শিউলি ফুল
চিবুক স্পর্শ করে কলাপাতায়।
ডাহুকের স্তব্ধতায় ভেকের দল কখন যে হারালো
তা খোঁজা হয়নি নীল মেঘের তুলিতে।
ক্যানভাসে নীরব কবিতা
অপেক্ষা করছে নীলকণ্ঠের।


সন্ধ্যা নামলে ঐ সাপ পুকুরে গিয়ে বসি।
মাঝে মাঝে মনে হয় ঝাপ দিই
জীবন তো মিথমাত্র।


অনেকক্ষণ বসে থাকি।
জীবন আমায় ছুঁয়ে যায় স্বপ্নে।
চুপ, চুপ, চুপ
আমি শুনছি।


তোমরা নির্জনতার কোলাহল শুনেছো উদ্বাসী রাতে!