আলাদা করে আর কী হবে,
মা রান্না করছে, রোজের মতোই ভাতঘুম, ল্যাদ
দুটো সেল্ফি, একটা কবিতা
ঐ পর্যন্তই বিকেল ডেকে আনবে।
ও হ্যাঁ কালো ডিপি, দেশাত্মবোধক কলার টিউন
টিভিতে সিরিয়াল, নিউজে ব্রেকিং, ইস্ ওয়ালা হেস্তোনেস্তো
ঐ বাঙালির যেমন করে মনে কার্গিল জেগে ওঠে।


আসলে আমরা বড্ড সাধারণ
রাজনীতির থেকেও কূটনীতি বেশি গিলে খাই
না হলে চীন, ভারত-পাকের ঐ সাপ লুডো খেলা
অনেক আগেই শেষ হয়ে যেত।
আর তাহলে যুদ্ধ বিমান বা অস্ত্রে কোটি টাকা নষ্ট করতাম না।
খেতে পেতো আমার ভারতবর্ষের মানুষ।


তোমরা ইন্ডিয়ার কথা ভাবো জনগণ...
ভারতবর্ষ আজও খাদ্য-অন্ন-বাসস্থান চায়,
শিক্ষা বহু দূরের কথা,


তোমরাই বা কতটা শিক্ষিত হতে পারলে ইন্ডিয়া...