টুকরো দিন, বড্ড রঙিন, শীত কম্বলে প্রেম
খোঁজেনি কাঠবেড়ালি, লালের প্রপার নেম।


লাল মানে তো কমরেড নয়, বেশি বেশি রেড
নেল পলিসেও খুঁজলে পাবে মনকেমনের শেড।


লাল ভাবতে লেপস্টিক আর লাইনার আসে
শরতের সেই শিমূল মেঘ, হেমন্তেও ভাসে...


রক্তেও তো লাল লুকিয়ে, লাল ব্লাশে সুন্দরী
সমস্যা কেবল ড্রাই স্কিন, ছোট্ট ছোট্ট ফুসকুরি।


লাল ড্রেসেতে মানায় তোমায়, আমার গায়ে লাল
অপেক্ষাতেই গোলাপকূল, জামদানী আজন্মকাল।


তবু আমরা ভেসে চলি, লাল যমুনার তীরে
ভালোই বাসি আজন্মকাল স্নিগ্ধতাকে ঘিরে...