ফিরছি তুলসীমঞ্চ পেরিয়ে, ঘ্রাণ আউশের ভেজা স্পর্শে
এখনও ভোরের আলোয় মায়াবী তুমি লেগে আছো।


শূন্য ঐ শহুরে কথায় একাকিত্ব রয়েছে, অর্থহীন আতিশয্য
দম বন্ধ করা দেওয়াল ঘড়ির মতো জীবন নির্বাহ
উড়ান পথের জ্যোৎস্নায় লেগে যাওয়া সহজ মিষ্টি ঠোঁট।


সে সব পেরিয়ে ফিরছি আঁচল ঘ্রাণে।
জানি এ গ্রামেও বাঘ আসে, মানুষ বনবিবিকে পুজো করে
তবু এ বাঘ আসল।
নকল বাঘেদের ঐশ্বর্যে বড্ড ক্লান্ত আলতা পা।


আমি তো ধারণ করতে চাই, আমার লেখ্যগর্ভে...