উঠে আসে একাধিক আলাপী যুক্তিপথ
দুলাইনেই কিন্তু মৃত্যু জন্ম বিয়ের শপথ।


মৃত্যু লেগে গোধূলিকার্নিশের ঐ শিরায়
ঠোঁটজোনাকি বছর ধরে অনুভূতি ভাবায়।


ফোনে আলাপ বাড়ে প্রজেক্টের শেষে
পড়ার ফাঁকেই প্রেম, তোকে ভালোবেসে।


চলতে থাকে আয়ুকাল জীবন জুড়ে
সুপ্রভাতে পাহাড় নদী শারদীয়ার সুরে।


উল্টো ছাপা হয়নি বেহিসাবী অক্ষরকূল
মাতৃভাষাকে ভালোবেসে করিনি তো ভুল।


মেঘ নয় কুয়াশায় রাত্রি জাগে শহুরে চোখ
এপিটাফের গোলাপে মিশছে মায়ের ভোগ।