প্রদীপ হাতে মা এসে দাঁড়ায়।
বিষণ্ণ দিন থেকে আরাম রোদে
জেগে ওঠে সৃজনী হাসি।
নদীর মতো কষ্ট বুকে রেখে
মা এসে দাঁড়ায়।


দূর দূরান্ত থেকে কত কথা
এগিয়ে আসে
জীবন্ত কার্নিশের নীচে
ফুলের হাসি আশীর্বাদে।


বহমান নদী,
বয়ে যেতে যেতে মোহনার আগে
একটিবার ক্ষমা করে দিও।


দূষিত করতে করতে
তোমাকে হারাতে বসেছি
এই সাঝবেলায়।