ডিমের পোচ খাওয়া পাউরুটি ঠোঁট
গরীবের কষ্টকে কবিতার থিম ভাবে।
ডিমের কারির স্বাদ নেওয়া হাত
করোনার শ্বাসকষ্টকে পাঁচালীর ভিক্ষা...


মারা যে গেছে সে গেছে,
আমার ঘরে বউ বাচ্চা যত্নে,
অক্সিমিটারে ৯৭ হলেই কত্ত ন্যাকামি।


ডিমের ওমলেট, ডেভিল
এসব এখন উল্লাসপর্ব।


শ্বাসকষ্টে কবিতা ঝুলে আছে।
ঐ টাক মাথার রাজনীতি
মৃত্যুবরণ শব্দের মানে বুঝবে না।


দেশ কখনই বড়লোকের ডিম বিরিয়ানি নয়
দেশ সময়ের লড়াইয়ের নাম।
দেশ এক কান্না নদী।