(১)
জলবিন্দু শরীরময়, তুমি আবিষ্ট মন,
বড্ড গোপন। স্নিগ্ধযাপন।
তুমি বিখ্যাতজন, তুমি হাসিমুখে সুখী
তোমার দুঃখ পেরিয়ে, কান্নাতে দিই উকি...
বড্ড একা তোমার ঠোঁট,
কথা বলাটাও বাতুলতা, নীরবতা।
এ কোন যাপন, এ কোন আপন,
ধর্মহীন জীবনদেবতা আর উদাসিনী নুপূর...
খুঁজে মরে কাব্যকথা,
চর্যা-বৈষ্ণব-অনুবাদ সাহিত্য
আসলে একাকিত্বের চরম নৃত্য।


(২)
তারপর গাঙুরের জলে ভেসেছিলো একদিন
সিঁদুর আগমনী থেকে সিঁদুর বিজয়ার দীর্ঘ পথ।
শিব বা অসুরের দলে পার্থক্য নেই কোনোই
তারা কেউ দুর্গাকে বোঝেনি, খোঁজেওনি।
আসলে দুর্গারা প্রচন্ডরকম একা। সেল্ফিযুগেও।


ঐ সুন্দর চোখের পিছনে এক আকাশ মেঘ জমেছে,
মহালয়ার চার্মিং ভোরে নিজের নারীকে একবার পুজো
শিব ও অসুর জীবনটাই বদলে যাবে...