আকাশের শূন্যতায়, জমিয়েছি বিস্ময়।
ঘরের তারারা জানলায় বসেছে,
বহু দূর, এগিয়ে এসেছে কুয়াশা
হিমালয়ের ব্যালকনিতে মহালয়া সুর।
তোমার আবৃত্তির অণুরণনে
মংপুর কমলালেবুর গন্ধ ভেসেছে
তুমি রডোডেনড্রনকে গুলমোহর ভেবে
খুন করছ পাথর জড়ানো লাল স্বপ্ন।


বিপন্ন গণেশ তাই মহাভারত লিখবে না
দ্রোণাচার্য শেখাবে না অর্জুনের কৌশল
এখন কেবল দান করতে হবে প্রকৃতিকে


খাবারহীন পেট তাই জল দিচ্ছে গাছে
সে কেন একা বাঁচবে জল বাতাসায়...