জ্যোৎস্নাবাড়ি পেরিয়ে ঘুম ঠোঁটে
তুমি আমি কবে থেকেই এক সংসার
ভেসে যায় সুন্দরী গাছ, ডাল, মন
তোমার চোখ আমাকে নয় ভোলার।


বাড়ি আমাদের আকাশের বুকে ঠাই
এ পৃথিবী কেবল নিন্দাটুকুই জানে,
আমরা সফল আদিবাসী কোন কালে
ভালোবাসার মৌ গন্ধ আজও টানে।


নেশা লেগেছে পলাশ আকাশ জুড়ে
আমি আর ফিরব না তোমাকে ছাড়া,
যবে থেকে দেখেছি ঠোঁটের মতো শৃঙ্গ
নদীর মতো নীলকণ্ঠ মোহনায় সর্বহারা।


ভাসছি রোজ মহাকালোর বিপরীতের গানে
পাবো মনের মতো হাসি, সুখ গোধূলির স্নানে।