আরও দুটো কথা মাথার মধ্যে চাপ দিচ্ছে।
কাক আর ময়ূরের পালকে প্যাঁচার দৃষ্টি
কেমন করে জন্ম নিচ্ছে আমার আস্তিনে।
লোকাল ট্রেনের কুয়াশা গন্ধে
সাজিয়ে রাখা কান্নার শোকেসের মাঝেই
একটা অটো সশব্দে আমার বাইক ও
হেলমেটের দিব্যি দিয়ে স্ট্যান্ট দেখালো।
অফিসের ব্যাগ,
বদলি হতে না চাওয়ার আকুতি,
কমলেশ পালের কবিতার মতোই মনে করালো
জীবন আর কবিতার মাঝে
দুই আঙুলের শূন্যস্থান।


শূন্যস্থানে ভাবনা নয়
ছন্দ নয়
এক অদৃশ্য চুমু অপেক্ষা করছে।


না চাইলেও সেই চুমু
শরীর ঘিরে প্রজাপতির জন্ম দেবে।