কবিতা, গল্প নয়
নাটকের হাত ধরে ওয়েলিংটনে যখন পৌঁছালাম
তখন আর কোথাও যাওয়ার নেই।


অনেকবার জীবনমুখী লাইন লিখতে গিয়েও
প্রচন্ড কবিতা নিয়ে ফিরেছি যৌবনে
দরজার ওপারে নতুন কবিকে
সম্ভাষণ না জানিয়েই বলেছি
ফিরে যাও ফিরে যাও...


এই কবিতার অলিগলিতে চুমু খেতে শিখবে
চুমু দিতে নয়


এসো মহাকাল ডাক নামে ডাকত যাঁরা
তাদের ছাড়াই পিরামিডের অংক চেনাও


পুরুষ জীবনের অভিধা শেষ
আসি -- তো ভালোলাগার তুলসীমঞ্চও  বলে...