রাম বা কৃষ্ণ সুপার হিরো হলেও
তা চাক্ষুস করেছি মধ্যবিত্ত শরীরে।
ঐ যখন তুমি আমার ভালো চেয়েছ
আর আমি পুরুষালী গন্ধে উগ্র হয়েছি।
এক কেন্দ্রিক আলো, এক মেঘ চোখে
অবদমিত করেছি তোমার নারী কান্না।


পুরুষ মানেই ঈশ্বর?
দেবী তাহলে মিথ দুর্গা...
তাও দেয় শক্তি।


তাহলে আমার মা কে...
মায়ের এত শক্তি, ধৈর্য, স্থিতি, লয়
আমি মিটিয়ে দিচ্ছি পুরুষ গন্ধে?


এসো মহাকাল মুখোমুখি আজ
নিদ্রাহীন কৃষ্ণ নামে...