শঙ্করকে বলছিলাম তিস্তায় বৃষ্টি এলে
ও হেঁসে বলল, অ্যালভারেজ এমনই বলত শান্তনু।
চলো তোমার বাবুপাড়ায় দেখে আসি
কেমন সাজিয়েছো কবিতার মেলা।
শঙ্করের দিকে তাকালাম।
ওর চোখে রাতের মশাল
বুকে লেপার্ড যুদ্ধ
বাওবা গাছ
গর্জনের সিংহ।


তাবু এবার ফেলতেই হবে কবিতার মেলায়
না হলে তো খুঁজেই পাবো না ওষুধ।


বক্সার জঙ্গলেই রয়েছে ওষুধ, জীবনের।