পাখির ডানা ঘুমায় তোমার কোলে
বলে যায় চুপচায়ে উপোস আঁচলে।


জেগে থাকা সূর্য পাহাড়কে স্পর্শ করে
বার বার নদীর জন্য মোহনাতেই মরে।


মহিলা পুরোহিত তুমিও জীবনের কাছে
তুলসী টব আজও এ ফ্ল্যাটে বেঁচে আছে।


সমস্যা শেষে ঝগড়া কমে, আদর ঠোঁটে
গোলাপ আজও আদর ফুলেই ফোটে।


সিঁদুর শাখা ঢাকাই শাড়ির আলোচোখ
নীরব সীট আর জেটল্যাগেও প্রেমহোক।


চুপিসারে জেগে উঠুক মেঘছাদে কোজাগরী
ঈশ্বর ভেসেছে তিস্তায়, প্রিয় জলপাইগুড়ি ।