মরুভূমি শহরে হাঁটছি মৃত্যুর গেরুয়ায়
আকাশ বা অন্তরীক্ষের সংসারে তোমার প্রবাস।
পুতুলহীন ঠোঁটের বাগিচায়
আলতো নীল স্পর্শ করেছে, কাঁচা রক্তের পংক্তি
জেগে উঠেছো তুমি নতুন গানের ইশারায়।


তুমি হেঁটে যাচ্ছো বিনুনী চুলে
সমগ্র নগরে ছোটগল্পের গন্ধ, বিরিয়ানি...


মৃত ট্রামলাইনে সবুজ জন্ম নিতেই
দেখলাম আকাশে মেঘদূত।


এবার বর্ষা নামবে সাহিত্যের জঙ্গলে
তোমার কপালে অপাঠ্য সিঁদুরে মেঘ


দূরে দাঁড়িয়ে আছে শীতল সর্বনাশ
বাকিটুকু লালন করছে পাঠক বিড়াল হৃদয়ে...