পুরোনো ঘরবাড়ি আর চুন দেওয়ালের গন্ধ
হলুদ চাঁদের সুখে জামরুল সন্ধ্যা, বৃষ্টি বন্ধ।


ভেসে যায় জ্যোৎস্না তিস্তা, ভাসে ঝিঁঝি মন
বাসাই চিনিয়েছে, উত্তরবঙ্গ কতটা আপন।


ধ্রুপদী ধ্বনি আর মাতাল করা জঙ্গলপাখি
এ সুখ পরমানন্দ, কোথায় সে সব যে রাখি।


গান, কবিতার মতোই ঠাঁই নেবে উপন্যাসে
বুঝিনি গন্ধময় মা বাবার ছায়া দূর প্রবাসে।


ঘর বাড়ি, জীবন্ত ইতিহাস হেঁটে চলে রোজ
এবারে নেওয়া হয়নি প্রিয় বকুলের খোঁজ।


ইত্যাদিতে মেতে উড়ে চলে নীলকণ্ঠ পাখা
বারবার ফিরি তিস্তায়, জানে ভালো রাখা।


আয়ুলেজের বাকীটুকু এখানেই বাঁচা মরা
নস্টালজিয়ার মাঝেই ভুলেছি রক্তের শর্করা।


মৃত্যুর আগেও কবিতা উচ্চারিত হবে প্রাণে,
বাংলা ভাষা মিশছে রাতবুকের এই প্রাঙ্গনে...