ক্রমশ আচ্ছন্নতার বৃষ্টি আর তোমার চোখ
আমার মোহাচ্ছন্ন জীবনকে
গ্রাস করে নিচ্ছে আদিম কৌতূহলে।
অজানা সাহিত্যের পথ
তীব্র গানের সুর
নদীর বহমান কান্নার রূপ
নীরব করেছে অন্ধকার রাতে।


তবু স্বপ্ন দেখি
ভেসে যাবো।
তবু গল্প শুনি বয়ে যাবো
অজানা অনতিক্রমে...


অরণ্য তৈরি করতে হবে কবিতার।
কবিতার অক্সিজেন না পেলে
এ অসুখ যাবে না নীল গ্রহের বায়ুমন্ডল পেরিয়ে।