তোমাকে জাদু কী ঝাপ্পি দেওয়া হয়নি অনেক কাল
আকাশের নদীপথে খুঁজেছি অরণ্য চেতনা। আরোগ্যরাশি।
ছবিবুকের গহীন অন্ধকার ছায়ায়, তোমার চুল, তোমার চোখ
নীরব খাদ্যতালিকা রন্ধনপটু। অচিরেই। অবিরত বারিষে।
তীক্ত নভেম্বর বিপ্লবে সাম্যকথা আসলে সাম্রাজ্য প্রহশন...
সিংহাসনের গন্ধ লেগে নেই শিশুর গন্ধে। উলঙ্গ শিশুর শিক্ষা
লেগে আছে ফ্লাইওভারের নীচে ফ্যান ভাতের হাড়িতে। ভীষ্ম।


ভীষ্ম চেতনারা কেবল আদেশ করে, মিরাক্কেল হবে না তাতে—
যুদ্ধ তো রোজই হচ্ছে, অস্ত্র ছাড়া বিবর্ণ ঠোঁটে। ছানি কুহেলিকা—
আবেশ। অনবদ্য এক ভেসে চলা। রম্যপাঞ্জাবিতে তামাক লাগলো
মুছিয়ে দেওয়ার কেউ নেই।
নিঃশ্বাস নেই বলে তুলসীপাতাও নীরব। কেবল শঙ্খধ্বনিতে শঙ্খচিল—
জেগে উঠেছে। আবৃত্তি করো গো, নবচেতনায় বৈষম্য মন
পড়াহীন শংসাপত্রে বুঝতে শেখো—ভালোবাসা।


ভালোবাসার কাঙাল দাঁড়িয়ে আছে নতুন পৃষ্ঠায়, পারলে পরের পৃষ্ঠায়
একবার চোখ রেখো, মন...