লাউডগা ভোরে তোমার নাভি উঠে আসে--
বন্যফুলের হাসিপলকে লেগে যায় মধুগন্ধ।
কবিতারা যেখানে খুশি যাক, পাখি নাচুক
কলতান করে উঠুক পাহাড়িয়া নদী,
বোল্ডার সামলে এগিয়ো স্নানঘরে চুল
যৌনতাবিহীন এক মাদকতা পাতা জুড়ে--
চিরহরিৎ সে ভালোলাগাকে
শহুরে বনেদি ভিক্ষারীর দল নাম দিয়েছে
নষ্টামো।


একাকিত্বের হরিণী চোখে খাদকের চঞ্চল অশ্রু
রাতের তারার কাছে পুরুষকে মাথানত করতে হবে--
এসো শক্তি প্রকৃতি-পুরুষ চেনাই, জোনাক আলোয়...


গহীন ঝিঁঝি ডাকে জুঁইগন্ধ নামছে, শরতের নীলে।