হাসি মুখের তুমি লুকিয়েছো ঘরের ব্যস্ততায়
সাজিয়ে রেখেছো সীমাবদ্ধ সংসার, সিঁদুরে
মন তো চায় পোস্তর মতো স্বাদ লাগুক বাগানে
বসন্ত-চৈত্র-বৈশাখ মাখামাখি হোক পাখি টিপে,
তোমার নদী স্রোতে পাগল অরণ্য হেঁটে যাক
উদিত সূর্যের দেশে, সাইক্লোনিক প্রকৃতি হয়ে।


স্বাদ সিঞ্চনের পোস্ত গ্রাসে মন লেগে থাকুক শতজন্ম
দেখা হবেই মন, উদার অথবা আস্ত ব্যক্তিগত চুম্বনে
আজ না-কবিতার মতোই ফেলনা লেখনি
তবু আমার জন্যই—
একদিন পাঁচমাথার মোড়ে ছুটে আসবে তুমি
আমি তখন নেতাজি বা অন্যকিছুর প্রতীক।