অন্ধকার আসলে রং নয়, আর্তনাদ
বিষাদ কোটরের চাঁদবাসরে অচলগামীতা
কৃষ্ণের মিথ প্রেমের রাধারা বঞ্চিত নারীর কান্নাই...
সেখানে প্রেম নেই, রয়েছে ছলনা,
যেমন করে বিছানারাতে তুমিও কাঁদো, শোকে, নারী।


হ্যাঁ, তুমি মেয়ে বলে যন্ত্রণা সিগারেটে পুষেছো সারমেয় ভালোবাসা।
কখনও অশ্রুসঙ্গী করে নিয়েছো রবি ঠাকুরের নিজস্বিকে,
রং তো নেই। যতই রং মাখো মুখে, চোখে, শরীরে...


সিমেট্রিতে শুয়ে আছে শ্বেত শান্তি আর গোলাপস্মৃতি।
ওঁদের দুই জনেই আর্তনাদকে চেনে
কালো রং তো কেবলই ছলনা,


মন মারা গ্যাছে বহু প্রজন্ম আগে, এমনই রঙিন বাস্তবতায়।