অনেক দিন ধরেই টীকা আবিষ্কারের চেষ্টা করছিলাম,
অবশেষে থামলাম। টীকা ব্যর্থ।
নদীর ধারের এদিকটা ফাঁকা, কোন প্রিয়তমা নেই।


শহরের অলিগলিতে মনের স্মৃতি ঘুরছে আত্মার মতো,
এখানে কেবল বিষণ্ণ বিকেল, সূর্য অপেক্ষার গান।
স্রোতে টান। মাছেদের মাঝে মাঝে লাফানি।


গভীর জলের মাছ এদিকে আসে না।


ব্যর্থ হয়েছি বলেই এই ঘাসফুলের সুবাসে
মাছরাঙাকে বিষল্যকরণী ভেবেছি।


মনও চিঠি দিয়েছিল, চিঠি নয় ছন্দ কবিতা...