গাছেরা কাঁদছে।
জন্মাষ্টমী দিনে গাছ ফাঁকা হাইওয়ে
সংলগ্ন রাস্তা চওড়া হওয়ার উন্নতিতে
কেঁদেই চলেছে রাধার মতো মেঘও।
এ হলো বান্ধবীরাগ। অনুরাগ, পূর্বরাগ নয়।


অরণ্যের জন্য মেঘ কাঁদছে...


কৃষ্ণকে বলে দিও পুরাণকথা, গীতা
উদ্ভিদরাজি আজ কাঁদছে।
গোপাল জন্মের সার্থকতা নেই আজ,
আজ প্রকৃতি বিরহে কাতর...


অবশ্য কমিটমেন্টহীন পৃথিবীর সেলফি--
ওসব জানে না। ওসব বোঝে না।
অথচ নিঃশ্বাস প্রশ্বাসে গাছই দরকার--
মনদূষণের দিনে...