মাঝরাতে দাঁড়াই শীতের ব্যালকনিতে
ফিরে দেখি মনকেমনের সকালকুয়াশা
আমার বুক ভেদ করে স্পর্শ করছে রাত
অন্ধকারের সেই স্নিগ্ধতায় মায়াময়
তারার দল, আগুনউত্তাপ, নাচের আদিঘ্রাণ
উন্মত্ত প্যাঁচার ডাক। কোলাহল নতুন বর্ষ।
আহ্বানে জেগে ওঠে মনকেমনিয়া বছর
নতুন বছর। করোনাহীন নতুন।


মাঝরাতের শ্যাম্পেনে তখনও উল্লাস
আগ্রহীন এক ভালোবাসার সাগর
বয়ে চলেছে, জীবন জুড়ে, অনন্তকাল
ভেসে যাচ্ছি আরামহীন আরামে
রাত গভীরতর শিয়ালের ডাক
শীতল কুয়াশার বৃষ্টিফুলে
বিন্দু বিন্দু বসন্ত জমিয়েছে
আমার ব্যথা হাড়ে।
বিগত যৌবনে।


এখন আমার শরীরে প্রাণ আছে
দ্রাবিড় সভ্যতার ঘ্রাণ আছে
আর আছে
পাতা, ফুল, ফল।


মানুষ নয় আমি গাছ হয়ে উঠেছি
তীব্র জ্যোৎস্নার অরণ্য অভয়ে।