প্রকৃতির প্রদীপের থেকেও তোমার প্রিয় ভালোবাসা
আমাকে শিক্ষিয়ে দ্যায় রোজ – পাঠ যমুনার পাঠ্য।
মেদবহুল তোমার কথারা অবুঝ মাঝির পাল বেয়ে
গঙ্গা-পদ্মায় পৌঁছায় চূড়াপাহাড়ে। ঝরনা উপকূলে...


উপত্যকার মৃত্যুর লাশ এখনও শবঘরে, শকটে
এপিটাফ খোদাই করছে প্রুফ রিডার, দু-ফর্মায়
আলো লাগিয়ে নিচ্ছি আমার ক্ষতে, চিরকাল।


তুমি কিছু না বুঝলেও বুঝেছো আমি ভালোবেসেছি
হৃদয় মানবের মন তো তোমার কাছে গচ্ছিত, মনশ্রী...