মৃত্যু জহরকোটের সুখপকেটে গোলাপ নয়
আমার শাপ জমিয়ে রেখেছ তুমি।
লজ্জাহীন গাছ হয়ে উঠছ, রোজ,
তবু তোমায় দেখলে করুনাহীন হাসি
শিহরিত করে।
কেমন করে আমার গন্ধ ভুলে
অন্য স্পর্শ রোমাঞ্চে
ভেসে গেলে শীতকালে।


বৃষ্টি আসবে। বর্ষা আমাদের স্বপ্ন মেয়ে।
সে মৌসুমী হাওয়ায়
তুমিও কাঁদতে শিখবে।


জীবন আসলে কষ্টের ডাল ভাত
আর আমি তোমার হাঁসের ডিম।