মৃত্যু কলসে লুকিয়েছি পান্ডুলিপি
মায়ের আঁচলে লিখেছি
তোমার আগেই আমায় যেতে হবে,
হাসনুহানায় চার্বাক লেগে আছে
ঘৃণার দূষণ রক্ত সিড়ির কাছে।


রক্তদান করা হয়নি আর
এ রক্তে অভিশাপ স্তূপাকৃত
কবিরা আসলে জঞ্জালসম মৃত
এদিক ওদিক ইতস্তত।


মোঘলাই খানা থেকে চিনা রেসিপি
সব পেরিয়ে শেষের ঝড় এবার


চলে যাবো যখন শত্রুরা মিত্র সাজে
কবিতা লিখুক মস্তিষ্ক সবার
কবিতা বুঝক মৃত কোলাহল।